সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এবার জেলখানার আসামিরাও ভোট দিতে পারবেন : সিইসি সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ডোনাল্ড ট্রাম্প চট্টগ্রামের মীরসরাইয়ে ‘ধানের শীষ’র জমজমাট প্রচার-প্রচারণা চলমান: সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা করা অত্যাবশ্যক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক তওবা করলে কি সঙ্গে সঙ্গেই গুনাহ মাফ হয়ে যায়? দীর্ঘ ১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর

চট্টগ্রামের পটিয়ায় ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিনকে সিলেট থেকে গ্রেপ্তার 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক ও ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।
পটিয়া থানা পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু’র সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নের্তৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে অংশ নেন পটিয়া থানার উপ-পরিদর্শক শফিক উল্লাহ, সহকারী উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সমেতো সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রুহুল আমিন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার মৃত আবদুস সালামের পুত্র বলে নিশ্চিত করে পুলিশ। গ্রেপ্তারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্ট সহ মোট ৩২টি পরোয়ানা মুলতবি রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট রয়েছে।
পুলিশের ধারণা, আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরো ওয়ারেন্ট মুলতবি থাকতে পারে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে আমাদের টিম গোয়েন্দা ভাবে কাজ করছিলো। অবশেষে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরো বলেন, পলাতক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page