সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০বার ধ্বংস করা সম্ভব: ডোনাল্ড ট্রাম্প চট্টগ্রামের মীরসরাইয়ে ‘ধানের শীষ’র জমজমাট প্রচার-প্রচারণা চলমান: সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা করা অত্যাবশ্যক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক তওবা করলে কি সঙ্গে সঙ্গেই গুনাহ মাফ হয়ে যায়? দীর্ঘ ১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

কয়েক ঘণ্টার ব্যবধানে গোল করলেন রোনালদো ও তার ছেলে

বাবার পথ ধরেই ফুটবলকে ধ্যান-জ্ঞান বানাতে চান ক্রিশ্চিয়ানিনহো বা রোনালদো জুনিয়র। ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই সে গোল করেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পর্তুগিজ সুপারস্টার রোনালদোও গোল পেলেন আল নাসরের জার্সিতে। দুজনেই নিজেদের ম্যাচে জয় পেয়েছেন।
তুরস্কের মাটিতে চলছে অনূর্ধ্ব-১৬ দলের ফেডারেশেন্স কাপ। যেখানে পর্তুগালের হয়ে স্বাগতিকদের বিপক্ষে ৯০ মিনিটে বদলি হিসেবে নেমে অভিষেক হয় ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের। সেদিন পর্তুগিজ কিশোররা ২-০ গোলে জিতে। গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে যথেষ্ট গেম-টাইম পেয়েছে সিআরসেভেনের ছেলে। আর তাতে একটি গোল করে ক্রিশ্চিয়ানিনহো। ম্যাচের ৪২ মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে শট নিলে পরাস্ত হয় ওয়েলস গোলরক্ষক।
রোনালদো জুনিয়রের গোলে ম্যাচে লিড পায় পর্তুগাল অ-১৬ দল। শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে ৩-০ ব্যবধানে। ক্রমান্বয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে অভিষেকের মধ্য দিয়ে বাবার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে ক্রিশ্চিয়ানিনহো। ছেলের সঙ্গে একত্রে খেলার ইচ্ছা জানিয়ে এর আগে রোনালদো বলেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করব, তবে এটি এমন কিছু নয় যে, যা পূরণের স্বপ্নে আমি রাত জাগব। স্বপ্ন পূরণের বিষয়টি আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে। সময় চলমান এবং একদিন আমাকে থামতেই হবে।’
এদিকে, একইদিন সৌদি প্রো লিগের ম্যাচে আল ফায়হাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর আল নাসর। যেখানে দলের হয়ে দুটি গোলই করেন সিআরসেভেন। যদিও ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়েছিল আল নাসর। আল ফায়হার সঙ্গে সমতা টানার পথে ৩৭ মিনিটে রোনালদো কাছ থেকে নেওয়া শটে নিজের প্রথম গোলটি করেন। তবে ম্যাচ ১-১ সমতায় শেষের পথে ছিল। এরপর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে সফল স্পট-কিকে নাসরের জয় নিশ্চিত করেন রোনালদো।
এ নিয়ে পেশাদার ক্যারিয়ারে ৯৫২টি গোল হয়ে গেল সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। স্বপ্নের ফিগার ১০০০–এর দিকে ভালোভাবেই এগিয়ে চলেছেন তিনি। আল নাসরের হয়ে রোনালদো সবশেষ পাঁচ ম্যাচেই গোল করলে। চলমান প্রো লিগে তার গোল দাঁড়াল ৮–এ। যাতে ভর করে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে আল নাসর। সাত ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ২১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page