চট্টগ্রামে মীরসরাই জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সেমিনারে খালেদা জিয়ার মৃত্যু শোকার্তে এক মিনিট নিরবতা পালন
এয, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : অপার সম্ভাবনার মীরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে বুকে ধারণ করে এগিয়ে যাওয়া চট্টগ্রাম শহরে বসবাস রত: উত্তর চট্টগ্রামের মীরসরাই অধিবাসীদের মধ্যে কার কি অভিপ্রায় তার প্রতিফলন ঘটানোর নিমিত্তে চট্টগ্রামস্থ মীরসরাই জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের ব্যাতিক্রম ধর্মী উদ্যোগে ফসল স্বরূপ আয়োজন করা হয়েছে বর্নাঢ্য এক সেমিনার।
৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম শহরের হালিশহর পিসি রোডের ‘গ্র্যান্ড তাসফিয়া কমিউনিটি হলে
‘সম্ভাবনার মীরসরাই ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ এর প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। মীরসরাই জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মীরসরাই উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মীরসরাই উপজেলার সাবেক ছাত্রনেতা মোঃ নাজিম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন দল থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হওয়া মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জোবাইদুল ইসলাম সবুজ, ব্যাংকার শরফু উদ্দীন, মেহেদী হাসান চৌধুরী, মোফাজ্জল হোসেন রাজীব।
এ ছাড়া- মীরসরাইয়ের আগামীর সম্ভাবনা ও নাগরিক প্রত্যাশা সম্পর্কিত বিষয়ে আলোকপাত:করেন- শিক্ষাবিদ ড. কামরুল হোসেন, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মীরসরাই এশোশিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, মোশারফ হোসেন, প্রভাষক আবিদ, ব্যাংকার আরাফাত হোসেন, সিএন্ডএফ নেতা মনজুর মোর্শেদ ভূঁইয়া কনক।
অনুষ্ঠানে অন্যান্য নের্তৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- লায়ন তাহের আহম্মদ, উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব-যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা জসিম উদ্দিন, মাঈন উদ্দিন লিটন, মেজবাউল হক মানিক, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ।
অনুষ্ঠান শুরুলগ্নে বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী-দেশ মাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রস্তাব উত্থাপন করে উনার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করার মধ্য দিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি-বিএনপি মনোনীত এমপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক ঠিকানা। আমরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যেতে বদ্ধ পরিকর। আর তার-ই নিরীখে আমরা আমাদের নিজ জন্মস্থান মীরসরাই উপজেলাকে আগামী দিনে সুন্দর ও নিরাপদ হিসেবে কি ভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে সবাইকে নিয়ে কাজ করে যেতে চাই।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি’র বর্তমান চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর হাতকে শক্তিশালী করনে আগামী নির্বাচনে শহীদ জিয়ার স্মৃতি মাখা প্রতীক ‘ধানের শীর্ষ’ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করিয়ে মীরসরাই আসনটি তারেক রহমান এর হাতে তুলে দিতে চাই।
সুন্দর-শান্তিপূর্ন ও নিরাপদ মীরসরাই গড়তে দল-মত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন উল্লেখ করে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে মীরসরাই উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার নের্তৃবৃন্দ সহ সবার সমন্বয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে অঙ্গিকারবদ্ধ।
বিএনপি’র প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, এই মীরসরাইতে রয়েছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এখানে দেশী-বিদেশী অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করে চলেছেন, এবং অনেকেই এখানে বিনিয়োগ করার ওপর মনোনীবেশে রয়েছেন। এখানকার শান্তি শৃঙ্খলা বজায় থাকলে আগামী দিনে এই অর্থনৈতিক অঞ্চলের বদৌলতে বিশ্ববাসী আমাদের গৌরবস্থান মীরসরাইকে চিনতে পারবে। আর সেই কারণে আমরা সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে মীরসরাইকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে একসাথে কাজ করে যাবো এই হোক্ আমাদের সবার অঙ্গিকার।