সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ৮ জেলেকে আটক করে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থেকে পাওয়া ১ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৬৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার শুরু থেকেই মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নদীতে অভিযান চালিয়ে আসছে। আমাদের অভিযানে জেলা পুলিশ, নৌপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করে আসছে। নিষেধাজ্ঞার এ সময় নদীতে মাছ শিকারে নামলেই আমরা তাদের জেল-জরিমানা করা হচ্ছে। এছাড়া জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় দান করে দেওয়া হচ্ছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে গতকাল ১ নভেম্বর পর্যন্ত ২০ দিনে জেলায় অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২২৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ লাখ ১৯ হাজার ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও এই ২০ দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৮ লাখ ২৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১ হাজার ৪৩৮ কেজি ইলিশ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page