সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি মীরসরাইতে আওয়ামী গুন্ডা পান্ডাদের পৃষ্ঠপোষকতা দানকারী বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি দেশের স্বার্থে ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না: নৌপরিবহন উপদেষ্টা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা ও স্টল ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার সমাবেশ নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ দেশের ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেনাবাহিনীকে বাড়তি ক্ষমতার প্রস্তাব সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা এমদাদুল হক নাদিম গ্রেফতার

বাবরের মাইলফলক ছোঁয়ার রাতে সেঞ্চুরিয়ানে যত রেকর্ড

ম্যাচ শেষে জয়ের হাসিটা হাসতে পারলে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারতেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে কজনইবা পেরেছেন ১১ হাজার রান করতে। টি-টোয়েন্টি ক্রিকেটের সেই এলিট ক্লাবে প্রবেশ করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। প্রোটিয়া লেগস্পিনার পিটারকে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে এই ক্লাবে প্রবেশ করেন বাবর।
পাকিস্তানের হয়ে ২য় এবং ইতিহাসের মাত্র ১১তম ব্যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন বাবর আজম। পাকিস্তান থেকে এর আগে এমন কীর্তি আছে শোয়েব মালিকের। তার রান ১৩ হাজার ৪১৫। সবার ওপরে থাকা ক্রিস গেইলের রান ১৪ হাজার ৫৬২। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানও তার।

এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল ১৪ হাজার রান পূরণ করেছেন বাবর আজম। পাকিস্তানের হয়ে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই তালিকায় ঢুকেছেন সাবেক এই অধিনায়ক। সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের (৩৩৭) চেয়ে একও ইনিংস বেশি খেলে (৩৩৮) এই তালিকায় ঢুকেছেন বাবর আজম। বৈশ্বিকভাবে অবশ্য দশম স্থানে আছেন তিনি।
সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাবর নায়ক হতে পারেননি। পাকিস্তানের ২০৫ রান দক্ষিণ আফ্রিকা টপকে গিয়েছিল রিজা হেনড্রিকসের ১১৭ রানের সুবাদে। রেকর্ডের পাতায় নাম তুলেছেন তিনিও।
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন রিজা। সর্বোচ্চ ১১৯ রানের ইনিংস এসেছিল ফাফ ডু প্লেসির ব্যাট থেকে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসেছিল সেই ইনিংস। এমনকি পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি।

ম্যাচ জেতাতে রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে প্রোটিয়া ইতিহাসে টি-টোয়েন্টির চতুর্থ সর্বোচ্চ জুটি করেছেন রিজা হেনড্রিকস। তবে টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে এটাই দক্ষিণ আফ্রিকার সেরা জুটি। আগের সর্বোচ্চ ছিল ২০১২ সালে হ‍্যামিল্টনে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে রিচার্ড লেভি ও এবি ডি ভিলিয়ার্সের অবিচ্ছিন্ন ১৩৩।
এদিন কুইন্টন ডি কককে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি (১৮টি) পঞ্চাশ ছোঁয়া ইনিংসের কীর্তি গড়েছেন রিজা হেনড্রিকস। এছাড়া চলতি বছর দ্বিতীয়বার নিজের ব‍্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন হেনড্রিকস। গত মে মাসে আগের সেরা ৮৩ ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৮৭ রান। এবার পেলেন সেঞ্চুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page