মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক হারুন-উর-রশিদ আর নেই

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ আর নেই (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতির দায়িত্ব পালনকালে তিনি একাডেমির উন্নয়ন ও বিকাশে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। মহাপরিচালক হিসেবে তার কার্যকালে অভিধান প্রণয়ন ও প্রকাশ, ‘আনন্দ পঠন গ্রন্থমালা’ প্রকাশ, ‘তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি’ বাস্তবায়ন, একাডেমিতে গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ এবং একাডেমি প্রকাশিত বইয়ের বিপণন, একাডেমি প্রেসের আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রেখেছেন
অনুবাদ সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ বাংলা একাডেমি পরিচালিত ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page