সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

ইমরানের সুরে আসিফের গান ‘মন জানে’

নতুন বছরের প্রথম সপ্তাহে আসছে গায়ক আসিফ আকবর ও ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন জানে’। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান, আর সেই সুরেই গাইবেন আসিফ আকবর।
গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। ইতোমধ্যে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওর কাজ; নির্মাণ করেছেন সৈকত রেজা। আর বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আসিফ ও ইমরানের ভক্তরা। কেনই বা করবে না? ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি।

বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
এদিকে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’
দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও সুন্দর। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন তারা। এবার সংগীতের দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে হাজির হলেন একটি গানে। জানা গেছে, ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে আগামী ৫ই জানুয়ারি গানটি প্রকাশ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page