বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

জলপ্রপাতের ধারে তাহসান রোজার আদুরে মুহূর্ত

বছরের শুরুতেই রোজা আহমেদকে বিয়ে করে সবাইকে চমকে দেন সংগীতশিল্পী তাহসান খান। এই মুহূর্তে দাম্পত্যের যে সুখের সময় কাটছে এই তারকা দম্পতির- তাতে সন্দেহ নেই। তবে এই জুটিকে নিয়ে চর্চা ছিল বিস্তর। যদিও এসবের কোনোকিছুতেই পাত্তা না দিয়ে নিজেদের কাজেই ব্যস্ত থেকেছেন তারা।
বরাবরের মতোই একজন ব্যস্ত শিল্পী তাহসান। সংগীত, অভিনয় ছাড়াও নানা ধরনের সংস্থা ও শিক্ষকতার সঙ্গেও যুক্ত তিনি। কাজেই তার খ্যাতির পাশাপাশি ব্যস্ততার চূড়াও বেশ খানিকটা উঁচু! তবে সব কাজ দূরে সরিয়ে সরিয়ে এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাহসান।

যদিও স্ত্রী রোজাকে নিয়ে এক হানিমুন ছাড়া তেমন একটা বাইরে ঘুরতে দেখা যায়নি তাহসানকে। তবে এর আগে তাহসান যখন স্ত্রীকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যান, তখন তাদের আদুরে মুহূর্ত মনে দাগ কাটে অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম হলো না; নিজেদেরকে একান্ত মুহূর্তে ধরা দিয়ে ভক্তদের ভালোবাসায় ভাসছেন তাহসান-রোজা।
সম্প্রতি এক জলপ্রপাতের ধারে দেখা গেল তাহসান-রোজাকে। যদিও তারা স্পষ্ট করেননি-ঠিক কোথায় রয়েছেন তারা। তবে ধারণা করা হচ্ছে, সেই জলপ্রপাতটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত ‘ব্লাক ওয়াটার ফলস স্টেট পার্ক’।
শুক্রবার মধ্যরাতে ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। সেখানেই মূলত তাহসান-রোজাকে একান্ত সময় কাটাতে দেখা যায়। দুজনের গায়েই শীতের পোশাক; পেছনে দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন সেই জলপ্রপাত ও পাহাড়।

জলপ্রপাতের কাছে যাওয়ার জন্য রয়েছে একটি করিডোর। আর সেখানে দাঁড়িয়েই নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাহসান-রোজাকে। এ সময় রোজাকে বুকে টেনে নিলেন তাহসান; সেই আদুরে মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন নিজের ফোনে।
সেই আনন্দের মুহূর্ত ভাগ করে রোজা লেখেন, ‘শান্তিপূর্ণ পলায়ন- যেন স্বর্গীয় সুখ।’ আর পোস্টটি শেয়ার করার সঙ্গেই তাদের অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন, সঙ্গে মন্তব্য ঘরেও ভালোবাসা ভরিয়ে দেন নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page